ওসমানীনগরের নিখোঁজ প্রতিবন্ধী লায়েক সাতক্ষিরা থেকে উদ্ধার 

gbn

সাজ্জাদ হোসাইন ওসমানীনগর প্রতিনিধিঃ 

বিগত ০১ বছর পূর্বে নিখোঁজ হওয়া মানসিক প্রতিবন্ধী ওসমানীনগরের লায়েক আহমদ সাতক্ষিরা থেকে উদ্ধার। 
মানসিক প্রতিবন্ধী লায়েক আহমদ (২৬), পিতা-মৃত আব্দুর রহমান, মাতা-সুনরী বেগম, সাং-পূর্ব তিলাপাড়া, ৪নং বুরুঙ্গা বাজার ইউ/পি, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট বিগত ০১ (এক) বছর পূর্বে নিজ বাড়ী থেকে নিখোঁজ হয়। 

নিখোঁজের বড় ভাই ছালিক আহমদ (৪৫) সহ পরিবারের সকল সদস্য বিভিন্ন জায়গায় নিখোঁজ লায়েক আহমদ (২৬)-কে ব্যাপক খোঁজাখুজি করেন। বিগত কিছুদিন পূর্বে সামাজিক যোগযোগ মাধ্যম ফেইসবুকের সহায়তায় জানা যায় লায়েক আহমদ (২৬) সাতক্ষিরা জেলায় আছে। সূত্রোক্ত সাধারণ ডায়েরী 
ওসমানীনগর থানার সাধারণ ডায়েরী নং-১১০৭, তাং-২৫/০৪/২০২১খ্রি 

অফিসার ইনগচার্জ সাহেবের প্রত্যক্ষ দিক নির্দেশনায় ওসমানীনগর থানার এসআই/মো: মলাই মিয়ার নের্তৃত্বে একটি টিম সাতক্ষিরা জেলার সদর থানা অন্তর্গত লাভসা গ্রামের শেখ আনোয়ারুল ইসলাম আনু (৫০), পিতা-মৃত শেখ মতিউর রহমান এর হেফাজত হতে লায়েক আহমদ (২৬)-কে উদ্ধারে করে নিয়ে আসেন।

শেখ আনোয়ারুল ইসলাম আনু জানান বিগত ডিসেম্বর/২০২০খ্রি: হতে লায়েক আহমদ (২৬) তাহাদের বাড়ীতে ছিল। তবে লায়েক আহমদ (২৬) মানসিক প্রতিবন্ধী হওয়ায় তাহার পরিচয় সঠিক ভাবে উপস্থাপন করতে পারে নাই। ওসমানীনগর থানা সাধারণ ডায়েরী নং-১২৭২, তাং-২৯/০৪/২০২১খ্রি: মূলে অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট অফিসার লায়েক আহমদ (২৬)-কে তাহার বাড়ীতে মা ও ভাইদের নিকট বুঝাইয়া দেন। তখন লায়েক আহমদ (২৬) এর বাড়ীতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। 

লায়েক আহমদ (২৬) এর মা হারিয়ে যাওয়া সন্তানকে কাছে পেয়ে ওসমানীনগর থানা পুলিশ তথা বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যের জন্য দোয়া করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন