কুলাউড়ায় নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

gbn

জিবি নিউজ ডেস্ক ।।

মৌলভীবাজারের কুলাউড়ায় শাহেনা বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার বরমচাল ইউনিয়নের কলিমাবাদ এলাকার একটি টিলা থেকে গাছে ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারে থাকা থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. মহসীন তালুকদার বলেন, বরমচালের কলিমাবাদ এলাকার তখলিছ মিয়ার স্ত্রী শাহেনা বেগম প্রায় দুই বছর ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন।

বুধবার দিবাগত রাতে তিনি ও পরিবারের লোকজন ঘুমাতে যান। সেহরির সময় ওঠে শাহেনাকে ঘরে না দেখতে পেয়ে স্বামী সন্তানরা তাকে খুঁজতে থাকেন। ভোর ৬টার দিকে বসত ঘরের একটু অদূরে নির্জন টিলার নিচের দিকে একটি গাছের গোঁড়ায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে দুপুরে তারা পুলিশকে খবর দেন।

কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ বিনয় ভূষণ রায় মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, শাহেনা বেগমের পরিবারের লোকজনের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেটের অনুমতি পেলে আইনি প্রক্রিয়ায় মরদেহ হস্তান্তর করা হবে।

 

সূত্রঃসিলেট টুডে

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন