আশরাফুল ইসলাম গাইবান্ধা :
রংপুরের সময় টেলিভিশনের বিশেষ প্রতিবেদক রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন, হত্যা ও সাংবাদিকদের উপর হামলা মিথ্যা মামলার প্রতিবাদে গাইবান্ধায় সাংবাদিক সমাজের আয়োজনে সংহতি সমাবেশ ও মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। আজ দুপুরে শহরের ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেটের সামনে এ সংহতি সমাবেশ ও মানববন্ধন কর্মসুচী পালিত হয় ।
এতে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সিনিয়র সাংবাদিক গোবিন্দ লাল দাস,প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি খালেদ হোসেন, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু,কায়সার রহমান রুমেল,রিক্তু প্রসাদ,আফরুজা লুনাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তরা রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন, হত্যা ও সাংবাদিকদের উপর হামলা মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে রতন সরকারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারে দাবী জানান।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন