জুবায়ের আহমেদ:-মৌলভীবাজার প্রতিনিধি।|
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ ২৬ আগস্ট বুধবার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির মুক্তির সনদ ৬ - দফা" বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতায় সারাদেশে ১০০ জন বিজয়ীদের মাঝে আজ পুরস্কার প্রদান ও সনদ বিতরণ করা হয়। ভার্চুয়্যাল প্ল্যাটফর্মে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন প্রান্তে যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রথম তিনজন বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান ও সনদ বিতরণ করেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। প্রতিযোগিতার অন্যান্য বিজয়ীরা সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় থেকে পুরস্কার ও সনদ গ্রহণ করেন। এসময় মৌলভীবাজার জেলা সম্মেলন কক্ষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - নেছার আহমেদ,সংসদ সদস্য মৌলভীবাজার ০৩,জনাব জহুরা আলাউদ্দিন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য- মৌলভীবাজার হবিগঞ্জ, মীর নাহিদ আহসান জেলা প্রশাসক মৌলভীবাজার,আহমেদ ফারুক -জেলা পুলিশ সুপার মৌলভীবাজার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে পুরস্কার গ্রহণ করেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ইমদাদুল হক সৌরভ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন