মৌলভীবাজারে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জুবায়ের আহমেদ:-মৌলভীবাজার প্রতিনিধি।|

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ ২৬ আগস্ট বুধবার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির মুক্তির সনদ ৬ - দফা" বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতায় সারাদেশে ১০০ জন বিজয়ীদের মাঝে আজ পুরস্কার প্রদান ও সনদ বিতরণ করা হয়। ভার্চুয়্যাল প্ল্যাটফর্মে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন প্রান্তে যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রথম তিনজন বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান ও সনদ বিতরণ করেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। প্রতিযোগিতার অন্যান্য বিজয়ীরা সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় থেকে পুরস্কার ও সনদ গ্রহণ করেন। এসময় মৌলভীবাজার জেলা সম্মেলন কক্ষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - নেছার আহমেদ,সংসদ সদস্য মৌলভীবাজার ০৩,জনাব জহুরা আলাউদ্দিন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য- মৌলভীবাজার হবিগঞ্জ, মীর নাহিদ আহসান জেলা প্রশাসক মৌলভীবাজার,আহমেদ ফারুক -জেলা পুলিশ সুপার মৌলভীবাজার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে পুরস্কার গ্রহণ করেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ইমদাদুল হক সৌরভ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন