মৌলভীবাজারে সাত দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার উদ্বোধন।

।। জিবি নিউজ।।
পরিকল্পিত ফলচাষ যোগাবে পুষ্টিসম্মত খাবারএই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে সাত দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় বৃক্ষরোপণ সচেতনতায় একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে শহরের শহীদ মিনারে এসে শেষ হয়।
পরে বাংলাদেশ জাতীয় সংসদের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষণা করেন।
জেলা শিশু বিষায়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন এর পরিচালনায় ও জেলা প্রশাসক নাজিয়া শিরিন এর সভাপতিত্ব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মহিলা সংসদ সদস্য সয়ৈদা জোহরা আলা উদ্দিন,পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।