মোফাদ আহমেদ ।।
সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুরে খোলাফায়ে রাশীদিন ইসলামি সমাজ কল্যান সংস্থা (আশিয়া) এর ২য় শাখার উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, খোলাফায়ে রাশীদিন ইসলামি সমাজ কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইনাম মিয়ার অর্থায়নে আগামী ৯ ফেব্রুয়ারী মঙ্গলবার গরিব অসহায় পথশিশুদের মাঝে শীতবস্ত্র খাবার ও নগদ অর্থ প্রদান করা হবে।
খোলাফায়ে রাশীদিন ইসলামি সমাজ কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইনাম মিয়া বলেন , শিশুদের একটি বড় অংশ তাদের পরিবার ছাড়াই দিনে-রাতে রাস্তায় অবস্থান করে। কিছু শিশু সারাদিন ভিক্ষা করে রাতে পরিবারে ফিরে আসে। আবার কিছু শিশু রাস্তাতেই রাতযাপন করে। দেশের নগর, বন্দর ও শহরে দিনে দিনে প্রসারিত হচ্ছে ছিন্নমূল শিশুদের মিছিল।
খোলাফায়ে রাশিদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থা প্রতিষ্ঠার পর থেকেই আর্থমানবতার সেবায় কাজ করছে। বর্তমান শীত মৌসুমে হতদরিদ্রদের দুর্ভোগ লাঘবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বিভিন্ন এলাকায়। তারই ধারাবাহিকতায় কিছুদিন আগে গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি করোনা সংকট মোকাবেলায় খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়েছে। ইনশাআল্লাহ আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য যে,খোলাফায়ে রাশীদিন ইসলামি সমাজ কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও লন্ডন প্রবাসী মোঃ ইনাম মিয়া আর্তমানবতায় সেবায় তিনি র্দীঘদিন যাবত কাজ করে যাচ্ছেন,নিজেকে বিলিয়ে দিয়েছেন অসহায় মানুষের জন্য ।করোনা মহামারির মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে মানবসেবায় কাজ করে যাচ্ছেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন