জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নাভীর নীচ থেকে গোপনাঙ্গের উপর পর্যন্ত শরীর জোড়া লাগানো জমজ শিশুর জন্ম দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ শহরের বিদিরপুর মোড়(১নং ওয়ার্ড) এলাকার গৃহবধু আঙ্গুরী বেগম (৩৪)। সোমবার(১১’জানুয়ারী) ভোর ৫টার দিকে জোড়া শরীরের এক পুত্র ও এক কন্যা জন্ম দেন তিনি। আঙ্গুরী বেগম পেশায় ঠেলাগাড়ীতে হরেক পণ্য বিক্রিকারী হকার ও বিদিরপুর মহল্লার রইসউদ্দিনের ছেলে মো.রুবেলের(৪২) স্ত্রী।
সোমবার রাতে রুবেল জানান, তার প্রতিবন্ধী (দুই পায়ের পাতা জন্মগতভাবে উল্টানো) স্ত্রী এর আগেও দুটি সূস্থ শিশু পুত্রের জন্ম দিয়েছিলেন। এবার সন্তান প্রসবপূর্ব আলট্রাসনো রিপোর্ট দেখে চিকিৎসকরা তাদের পূর্বেই জানান জমজ ও ত্রুটিযুক্ত শিশুর কথা। প্রসবের পর দেখা যায় শিশু দু’টির শরীর জোড়া লাগানো। তবে দেহের অন্য সকল অঙ্গ পৃথক। শিশু দু’টি তাদের মায়ের নিকট রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মহিলা ওয়ার্ডে(২২ নং) রয়েছে এবং এখন পর্যন্ত সর্ম্পূর্ণ সূস্থ রয়েছে বলেও জানান রুবেল। তিনি বলেন,শিশু দু’টিকে সার্জারির চিকিৎসকরা দেখার পর ঢাকা নিয়ে গিয়ে অপারেশনের পরামর্শ দিয়েছেন।তারা বলেছেন, অপারেশনের মাধ্যমে শিশুদুটিকে পৃথক করা সম্ভব। তবে এই অপারেশন ব্যয়বহুল ও তার জন্য প্রায় অসম্বব বলেও জানান রুবেল।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন