‘মিস ইউনিভার্স’ ঘিরে নতুন বিতর্ক, মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

gbn

থাই মিডিয়া উদ্যোক্তা এবং ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার সহ-মালিক অ্যান জাকাপং জাকরাজুততিপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দক্ষিণ ব্যাংকক সিভিল কোর্ট। প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার (৩০ মিলিয়ন বাত) জালিয়াতির অভিযোগে মঙ্গলবার (২৫ নভেম্বর) এই পরোয়ানা জারি হয় বলে আদালতের একজন কর্মকর্তা এএফপিকে নিশ্চিত করেছেন। 

চলতি বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতা মাত্র এক সপ্তাহ আগে ব্যাংককে শেষ হলেও এবার আয়োজনকে ঘিরে ছিল একের পর এক বিতর্ক। সঞ্চালকের অশালীন মন্তব্য, যৌনতাবাদের অভিযোগ এবং একাধিক অনিয়মের পরও প্রতিযোগিতা শেষ হয় মিস মেক্সিকোর বিজয়ে। তবে পুরস্কার বিতরণীর উত্তাপ কাটতে না কাটতেই নতুন ঝড় ওঠে সহ-মালিক জাকাপংকে ঘিরে। 

২০২৩ সালে জেকেএন গ্লোবাল গ্রুপে বিনিয়োগে রাজি করার সময় গুরুত্বপূর্ণ তথ্য গোপন এবং ফেরতের বিষয়ে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগে একজন প্লাস্টিক সার্জন জাকাপংয়ের বিরুদ্ধে মামলা করেন। আদালত জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে অক্ষম জেনেও বিনিয়োগে উৎসাহিত করেছিলেন, যা প্রতারণার অন্তর্ভুক্ত। মঙ্গলবার মামলার রায় ঘোষণার কথা থাকলেও জাকাপং আদালতে হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। নতুন করে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ডিসেম্বর।  

 

এদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আর্থিক সংকটের মধ্যেই জাকাপং নাকি থাইল্যান্ড ছেড়ে মেক্সিকো চলে গেছেন। তবে মিস ইউনিভার্স অর্গানাইজেশন জানিয়েছে, এই আইনি প্রক্রিয়া তাদের প্রতিযোগিতা পরিচালনার সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নয়।

সম্প্রতি শেষ হওয়া ‘মিস ইউনিভার্স ২০২৫’ প্রতিযোগিতায়ও বিতর্কের পারদ ছিল তুঙ্গে। লাইভ অনুষ্ঠানে এক পুরুষ সঞ্চালক বিজয়ী মিস মেক্সিকো ফাতিমা বোশকে প্রচারমূলক কনটেন্ট পোস্ট না করার অভিযোগে প্রকাশ্যে অপমান করেন। তার মন্তব্যের প্রতিবাদে বোশসহ কয়েকজন প্রতিযোগী মঞ্চ ত্যাগ করেন। পরে সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেও ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামের নজর কাড়ে।

উল্লেখ্য যে, একসময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ছিল ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা। ২০২২ সালে অ্যান জাকাপংয়ের জেকেএন গ্লোবাল গ্রুপ ২০ মিলিয়ন ডলারে এটি কিনে নেয় এবং পরে ১৬ মিলিয়ন ডলারে অর্ধেক শেয়ার মেক্সিকোর লেগ্যাসি হোল্ডিং গ্রুপ ইউএসএর কাছে বিক্রি করে। 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন