শোয়েব মালিকের তৃতীয় সংসারও ভাঙনের গুঞ্জন!

gbn

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সাবেক স্বামী ও পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক ফের শিরোনামে। পাকিস্তানি গণমাধ্যমে জোর গুঞ্জন, মালিকের তৃতীয় সংসারও ভাঙনের পথে। তার স্ত্রী, অভিনেত্রী সানা জাবেদের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না বলে দাবি করছে একাধিক সংবাদমাধ্যম।

২০২৪ সালের শুরুর দিকে বিয়ে করেন মালিক ও সানা।

কিন্তু মাত্র দেড় বছরের মাথায় তাদের সংসারে নাকি তৈরি হয়েছে বড়সড় টানাপড়েন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এ গুঞ্জন আরো বেড়েছে। সেখানে দেখা যায়, এক অনুষ্ঠানে ভক্তদের অটোগ্রাফ দিচ্ছেন শোয়েব মালিক, আর পাশেই দাঁড়িয়ে থাকা সানা জাবেদ তাকে পুরোপুরি এড়িয়ে চলছেন। বিষয়টি দেখেই অনেকে মন্তব্য করেছেন, তাদের সম্পর্কে মারাত্মক অশান্তি চলছে।

আবার কেউ কেউ বলছেন— এটি সাধারণ স্বামী-স্ত্রীর ঝগড়ারই অংশ। তবে এখনো এ নিয়ে মালিক বা সানা জাবেদ কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।

 

শোয়েব মালিকের প্রথম বিয়ে হয়েছিল আয়েশা সিদ্দিকীর সঙ্গে। সেই সম্পর্ক টিকেছিল আট বছর।

এরপর ২০১০ সালে মালিক ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে, ইজহান মির্জা মালিক। তবে দীর্ঘ দিন গুঞ্জনের পর ২০২৪ সালে বিচ্ছেদ হয় এ তারকা দম্পতির। সানিয়ার পরিবার সেই সময় জানিয়েছিল, ‘সানিয়া সবসময় ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে চেয়েছেন। তিনি শোয়েবের নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।

 

৪৩ বছর বয়সী শোয়েব মালিক পাকিস্তান ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ অলরাউন্ডার। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ফাইনালে তুলেছিলেন তিনি অধিনায়ক হিসেবে। জাতীয় দলের হয়ে মালিক খেলেছেন ৩৫ টেস্ট, ২৮৭ ওয়ানডে ও ১২৪ টি-টোয়েন্টি ম্যাচ। ব্যাট হাতে করেছেন ১,৮৯৮ টেস্ট রান, ৭,৫৩৪ ওয়ানডে রান ও ২,৪৩৫ টি-টোয়েন্টি রান। পাশাপাশি বোলিংয়েও রেখেছেন অবদান— টেস্টে ৩২, ওয়ানডেতে ১৫৮ ও টি-টোয়েন্টিতে ২৮ উইকেট।

আন্তর্জাতিক ক্রিকেটে মালিকের শেষ ম্যাচ ছিল ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে। সর্বশেষ ২০২৫ পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছেন তিনি। 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন