
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর ও কোটচাদপুর) আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক মতিয়ার রহমানকে নাশকতার মামলায় ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৬ ডিসেম্বর) ভোররাতে তাকে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান ও জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা জানান, মহেশপুরসহ বিভিন্ন থানায় পুলিশের উপর হামলার পরিকল্পনা, আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে বোমা হামলাসহ ২৭ টি মামলা রয়েছে জামায়াত নেতা মতিয়ার রহমানের বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে দীর্ঘ তল্লাশির পর ঢাকা থেকে ভোরে তাকে গ্রেফতার করা হয়।
তারা আরো জানান, এসময় তার কাছ থেকে ২ টি ল্যাপটপ, ৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয় যা নাশকতার কাজে সে ব্যবহার করতো। তাকে ঝিনাইদহে আনার প্রক্রিয়া চলছে।
তবে ঢাকার কোন স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে সেটি জানাননি পুলিশ কর্মকর্তারা।