১০ টাকা কেজির চাল নয় ছয় ঝিনাইদহের চেয়ারম্যানসহ ৫ মেম্বর সাময়িক বরখাস্ত

ঝিনাইদহ প্রতিনিধিঃ খাদ্যবান্ধব কর্মসূচিতে তালিকা প্রনয়নে অনিয়ম, সরকারি দায়িত্ব পালনে অবহেলা এবং হতদরিদ্রের চাল আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝিনাইদ সদর উপজেলার ২নং মধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক হোসেন জুয়েল ও পাঁচ ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। বরখাস্তকৃত অন্যরা হলেন, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য চোরকোল গ্রামের আশরাফুল ইসলাম, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শ্রীপুর গ্রামের শ্রী শাস্তি বিশ্বাস, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য নওদাপাড়া গ্রামের মো. আব্দুল মজিদ, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য কুবিরখালী গ্রামের মো. গোলাম রসুল এবং ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য বেড়াশুলা গ্রামের মো. রসুল। নোটিশে বলা হয়, চেয়ারম্যান মো. ফারুক হোসেন জুয়েল ও পাঁচ ইউপি সদস্যের বিরুদ্ধে পরস্পর যোগসাজশের খাদ্যবান্ধব কর্মসূচিতে তালিকা প্রনয়নে অনিয়ম, সরকারি দায়িত্ব পালনে অবহেলা এবং হতদরিদ্রের চাল আত্মসাতের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে এতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া কারণ দর্শানোর নোটিশে তাদেরকে কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তার জবাব ১০ কার্যদিবসের মধ্যে দিতে বলা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে জবাব পাঠাতে বলা হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন