Bangla Newspaper

রীতিমতো চাঁদের হাট বসেছিল দীপ-বীরের রিসেপশন পার্টিতে

43

জিবি নিউজ24 ডেস্ক //

বিয়েতে আমন্ত্রিত ছিলেন না কোনও বলিউড তারকা। পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের উপস্থিতিতেই ইট্য়ালির লেক কোমোয় গাঁটছড়া বেঁধেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বেঙ্গালুরু ও মুম্বই রিসেপশনের পর মুম্বইয়ের গ্র্য়ান্ড হায়াত হোটেলে বলিউড তারকাদের জন্য আয়োজন করা হয় এক রিসেপশন পার্টির।

 

মনের সুখেই পার্টি উপভোগ করেছেন দীপ-বীরের অতিথিরা। ফ্লোরও মাতিয়েছেন তাঁরা। ‘জুম্মা চুম্মা’ গানে রণবীরের সঙ্গে চুটিয়ে নেচেছেন অমিতাভ বচ্চন। অন্যদিকে, ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানে নাচতে দেখা যায় রণবীরকে। আর, ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে এই ভিডিও।

শাহরুখ খান, অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, অনুষ্কা শর্মা থেকে শুরু করে কারিনা কাপুর খান, হৃত্বিক রোশন কে ছিলেন না এই রিসেপশন পার্টিতে। রীতিমতো চাঁদের হাট বসেছিল দীপ-বীরের এই পার্টিতে। রোহিত গান্ধি-রাহুল খান্নার ডিজ়াইন করা কালো টাক্সেডোতে ধরা দেন রণবীর। অপরদিকে, জ়ুহের মুরাদের গাউনে নজর কাড়েন দীপিকা।

Comments
Loading...