মৌলভীবাজার মেয়র চত্বরকে শহীদ পার্ক নামকরণ ও মুক্তমঞ্চ স্থাপনের দাবিতে মানববন্ধন

জিবি নিউজ 24 ডেস্ক//
মৌলভীবাজার পৌরসভার সম্মুখস্থ মেয়র চত্বরকে পূর্বের শহীদ পার্ক নামকরণ ও মুক্তমঞ্চ স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সচেতন নাগরিক সমাজ মৌলভীবাজার।
রোববার (১৮ নভেম্বর) সকাল ১১ টার দিকে শহরের কোর্ট রোডস্থ মেয়র চত্বরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে সামাজিক,সাংষ্কৃতিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে মনু থিয়েটারের সভাপতি আসম সালেহ সোহেলের সঞ্চালনায় ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খালেদ চৌধুরী, আব্দুল মতিন, এমদাদুল হক মিন্টু, সৈয়দ সলমান আলী, হাসান আহমেদ রাজা প্রমুখ।
বক্তারা বলেন, এই মেয়র চত্বরটি পূর্বে শহীদ পার্ক ছিলো। কিন্তু পৌরসভা উন্নয়নের নামে চত্বরে চঁপটি, ফুসকার ব্যবসা বসিয়েছে। যাকে কেন্দ্র করে এখানে অনেক অসামাজিক কর্মকা- হয়ে থাকে। সম্প্রতি এসব ব্যবসা তুলে নিয়েছে পৌর কর্তৃপক্ষ। তাই সচেতন নাগরিক সমাজ দাবি করছে এখন এর নামকরণ পূর্বের শহীদ পার্ক ও মুক্তমঞ্চ করা হউক।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়রের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।