অকালে চলে গেলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (অপারেশন) সাঈদ তারিকুল হাসান

gbn

বিশেষ প্রতিনিধি ঃঅকালেই না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ পুলিশের এআইজি (অপারেশন) সাঈদ তারিকুল হাসান। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি ২০তম ব্যাচে বাংলাদেশ পুলিশে যোগদান করেছিলেন। মেধাবী এই পুলিশ কর্মকর্তার অকাল মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।  পুলিশ হেডকোয়ার্টাস সূত্র জানায়, পুলিশ কর্মকর্তা সাঈদ তারিকুল হাসান বৃহস্পতিবার বান্দরবানে সরকারি দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিক তাকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী আজুবা সুলতানা, দুই কন্যা তাসনিয়া আনজুম ও ওয়দিয়া আরওয়াসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।                       শুক্রবার (৪ ডিসেম্বর) বিকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা।    সাঈদ তারিকুল হাসান ২০তম বিসিএস পুলিশের একজন সদস্য ছিলেন। তিনি একজন মেধাবী, দক্ষ ও চৌকস পুলিশ অফিসার ছিলেন। সাঈদ তারিকুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন।    তিনি বাংলাদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং শাখার প্রতিষ্ঠাতা এআইজি হিসেবে কাজ করেছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন