জিবিনিউজ 24 ডেস্ক //
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ও বিজেপির সংসদ সদস্য সানি দেওল। বুধবার (২ ডিসেম্বর) নিজের টুইটার অ্যাকাউন্টে এ কথা জানিয়েছেন সানি নিজেই।
টুইটে সানি লিখেছেন, করোনাভাইরাস পরীক্ষা করেছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। সম্প্রতি আমার সংস্পর্শে যারা এসেছিলেন তাদের অনুরোধ করছি আইসোলেশনে থাকার এবং পরীক্ষা করানোর।
পাঞ্জাবের গুরুদাসপুরের এই সংসদ সদস্য গত কয়েকদিন ধরে হিমাচল প্রদেশের মানালির কাছে বন্ধুদের সঙ্গে একটি ফার্মহাউসে ছিলেন। সেখান থেকে তারা মুম্বাই ফেরার পরিকল্পনা করেন। ফেরার আগে করা করোনা টেস্টেই রিপোর্ট পজিটিভ এলো।
কিছুদিন আগে মুম্বাইয়ের হাসপাতালে কাঁধে অস্ত্রোপচার হয়েছিলো ৬৪ বছরের এই অভিনেতার। তারপর মানালিতে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। সেখানেই করোনা আক্রান্ত হন সানি।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন