ফিলিপাইনের জেনারেল সান্তোষ নগরীতে ১১ জন নিহত

জিবি নিউজ24 ডেস্ক //
ফিলিপাইনের জেনারেল সান্তোষ নগরীতে ১১ জন নিহত হয়েছে বলে কর্মকর্তাগণ আজ জানিয়েছেন। দু’টি যাত্রীবাহি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
গতকাল সোমবার এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা যায়, গতকাল বিকেল ৩টা ৪৫ মিনিটে ভ্যানের চাকা খুলে যায়। এসময় ভ্যানটি বিপরীত দিক থেকে আসা জিপে আঘাত করলে দুর্ঘটনাটি ঘটে।
জেনারেল সান্তোষের পুলিশ প্রধান ইয়ল হাইলাডো বলেন, দক্ষিণ ফিলিপাইনের জেনারেল সান্তোষ জলার বাটমেলং এলাকার মহাসড়কে দ্রুতগামি যাত্রীবাহি ভ্যানের সঙ্গে অপর একটি যাত্রীবাহী জিপের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনায় দুটি গাড়ির চালকই আহত হয়েছেন।
এ ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।