জেলার খবর বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ By Rangpur || Office 249 শেয়ার ইয়ানূর রহমান : বেনাপোল সীমান্ত থেকে ৮শ’ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। বৃহস্পতিবার সকালে সীমান্তের বেনাপোল-পুটখালী সড়কের চারা বটতলা এলাকায় অভিযান চালিয়ে এ মাদক দ্রব্যের চালানটি জব্দ করে ২১ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সদস্যরা। ২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান আলী সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারত থেকে মাদক পাচরকারীরা বিপুল পরিমাণ ফেনসিডিল এনে বেনাপোল সীমান্তের বেনাপোল-পুটখালী সড়কে অবস্থান করছে। এমন সময় সেখানে অভিযান চালালে পাচারকারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার ভেতরে ৮শ’ বোতল ফেনসিডিল পাওয়া যায়। ফেনসিডিলগুলো বেনাপোল পোর্টথানায় জমা দেওয়া হয়েছে ৷ 249 শেয়ার FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestই-মেইলLinkedinPrint