৭ গোলের থ্রিলারে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় চেলসির

gbn

শুরুতেই ছয় মিনিটের ব্যবধানে দুই গোল হজম। টটেনহ্যাম হটস্পারের মাঠে খেলতে গিয়ে বড় ধাক্কাই খেয়েছিল চেলসি। সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখলো এনজো মারেস্কার দল।

টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে রোববার নাটকীয় লড়াইয়ে স্বাগতিকদের ৪-৩ গোলে হারিয়েছে চেলসি। এ নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয় পেলো তারা।

 

১৫ ম্যাচে ৯ জয় ও ৪ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেলসি। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৩৫ নিয়ে শীর্ষে লিভারপুল। ফুলহ্যামের সঙ্গে ড্র করে ২৯ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে আর্সেনাল।

ফুলব্যাক মার্ক কুকুরেইয়ার হাস্যকর দুটি ভুলে ম্যাচের প্রথম ১১ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ে চেলসি; পঞ্চম মিনিটে ডোমিনিক সোলাঙ্কি ও একাদশ মিনিটে দেইয়ান কুলুসেভস্কি জালে বল পাঠান।

১৭তম মিনিটে কুকুরেইয়ার পাস ধরেই অবশ্য বক্সের বাইরে থেকে জোরালো শটে একটি গোল শোধ করেন জেডন স্যানচো। ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় চেলসি।

 

বিরতির পর আমূল বদলে যায় চেলসি। একের পর এক আক্রমণ করতে থাকে। ৫৯তম মিনিটে একুয়েডরের মিডফিল্ডার মোইজে কাইসেদো ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে সমতা টানেন পালমার।

৭৩তম মিনিটে পালমারের আরেকটি চেষ্টা। এবার তার নেওয়া শট রক্ষণে বাধা পায়, প্রতিপক্ষের পায়ে লেগে যাওয়া বল পেয়েই বুলেট গতির ভলিতে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফের্নান্দেস।

 

১০ মিনিট পর বক্সে ফাউলের শিকার হন পালমার। রেফারি বাঁশি বাজালে তিনিই পেনাল্টিতে শট নেন। ব্যবধান ৪-২ করে চেলসি। এরপর যোগ করা সময়ের সপ্তম মিনিটে গোল করে টটেনহ্যামের হারের ব্যবধান একটু কমান সন হিউং-মিন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন