সিরিয়ার দামেস্কের দক্ষিণে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মালিকানাধীন একটি অ্যাপার্টমেন্টে রবিবার হামলা চালিয়েছে ইসরায়েল। জায়গাটি ইরানপন্থী গোষ্ঠীগুলোর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এ হামলায় তিনজন নিহত হয়েছে। একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এ তথ্য জানিয়েছে।
ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘সাইয়্যিদা জয়নাব এলাকায় ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছে।’
পর্যবেক্ষণ সংস্থাটি আরো জানায়, ‘ওই ভবনে (হিজবুল্লাহ) ব্যক্তিদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা হয়েছে।’ এ ছাড়া সাইয়্যিদা জয়নাব পৌরসভার কাছে ‘হিজবুল্লাহ সদস্য বসবাসকারী’ দুটি স্থানে আঘাত করা হয়েছে বলেও উল্লেখ করেছে তারা।
সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সাইয়্যিদা জয়নাব এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় অজানাসংখ্যক মানুষ হতাহত হয়েছে।
এর আগে সিরিয়ার উত্তর ও উত্তর-পশ্চিম অঞ্চলে শনিবার ইসরায়েলি হামলায় চারজন ইরানপন্থী যোদ্ধাসহ পাঁচজন নিহত হয় বলে জানায় পর্যবেক্ষণ সংস্থাটি।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল দেশটিতে শত শত হামলা চালিয়েছে। মূলত সামরিক অবস্থান ও হিজবুল্লাহসহ অন্যান্য গোষ্ঠীর যোদ্ধাদের লক্ষ্য করে হামলাগুলো হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ সাধারণত এসব হামলা সম্পর্কে মন্তব্য করে না।
তবে তারা বারবার বলেছে, সিরিয়ায় তাদের শত্রু ইরানের উপস্থিতি বৃদ্ধি হতে দেবে না তারা।
জিবি নিউজ24ডেস্ক//
 
                            
                            
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                    
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন