শিল্পার রেস্তোরাঁর পার্কিং থেকে গাড়ি চুরি, বিপাকে অভিনেত্রী

gbn

সময়টা মোটেও ভাল যাচ্ছে না বলিউডের হিট এন্ড ফিট অভিনেত্রী শিল্পা শেঠির। একের পর এক বিতর্ক পিছু করছে তার। প্রায়ই স্বামী রাজ কুন্দ্রার বিষয়ে শিরোনামে আসতে হয় অভিনেত্রীকে। কখনও আবার তদন্তকারী সংস্থার তলব।

এবার ঘটল আরেক অঘটন। মুম্বাইয়ে শিল্পা শেঠির রেস্তোরাঁর বাইরে থেকে চুরি হল বিলাসবহুল গাড়ি! যার ফলে থানায় হলো মামলা।

 

প্রতিবেদন অনুসারে, আশি লক্ষ টাকা মূল্যের একটি দামি গাড়ি চুরি গিয়েছে শিল্পার রেস্তোরাঁর সামনে থেকে। যে গাড়িটি মুম্বাইয়ের একজন ব্যবসায়ী রুহান খানের।

গাড়ির মালিক শিবাজি পার্ক থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন। সূত্রের খবর অনুসারে, গাড়িটি পার্ক করার মাত্র এক মিনিটের মধ্যেই চুরি হয়ে যায়।

 

ভারতীয় প্রতিবেদন অনুসারে, রুহান তার বন্ধুদের সঙ্গে শিল্পাদের রেস্তোরাঁয় যান। যেখানে তিনি তার গাড়িটি ভ্যালেট পার্কিংয়ের জন্য রাখতে দিয়েছিলেন।

সেখানকার কর্মীরা বেসমেন্টে গাড়িটি পার্ক করেন। গাড়িটি পার্ক করার সঙ্গে সঙ্গেই, প্রায় এক মিনিটের মধ্যে একটি কালো জিপে করে দুজন লোক পার্কিং এলাকার বেসমেন্টে পৌঁছান। ভোর ৪ টায় রেস্তোরাঁ বন্ধ হওয়ার পর রুহান যখন বেসমেন্ট কর্মীদের গাড়ি নিয়ে আসতে বলেন, তখন তারা জানান গাড়িটি খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই তিনি বুঝতে পারেন গাড়িটি সেখান থেকে চুরি হয়ে গেছে। এই ঘটনার প্রতিটি মুহুর্ত সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

 

এরপরেই থানায় চুরির অভিযোগ দায়ের করেন তিনি। রুহান খানের আইনজীবী আলি কাশিফ জানান, তিনি এই বিষয়টি নিয়ে হাইকোর্টে যাবেন। একইসঙ্গে নিরাপত্তার ত্রুটি নিয়েও প্রশ্ন তোলেন এবং নির্ধারিত সময়ের পর রেস্তোরাঁ খোলা রাখার জন্যও মামলা করবেন বলেও জানান।

এমনকী এই রেস্তোরাঁয় প্রকাশ্যে মদ পরিবেশন করাকে তিনি আইন লঙ্ঘন বলেও অভিহিত করেছেন তিনি। তাই ফের বিপাকে জড়িয়েছেন শিল্পা। যদিও এখনও পর্যন্ত এই ঘটনা প্রসঙ্গ কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন