নিউজিল্যান্ডকে উড়িয়ে সেমিফাইনালে এক পা অস্ট্রেলিয়ার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই জয়ে সেমিফাইনালের কাছাকাছি চলে গেছে অস্ট্রেলিয়া। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৬০ রানে হারিয়েছে অসিরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি অস্ট্রেলিয়ার টানা ১৩ তম জয়। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রু-এ- তে শীর্ষে আছে অসিরা। গ্রুপের একমাত্র অপরাজিত দলটির রানরেটও অন্যদের চেয়ে অনেক বেশি, ২.৫২৪।

মঙ্গলবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৪৮ রান করে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ৮৮ রানে অলআউট হয়ে গেছে নিউজিল্যান্ড।

 

নিউজিল্যান্ড এই বড় হার প্রভাব ফেলেছে রানরেটেও। পাকিস্তানের নীচে নেমে এখন তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। চতুর্থ স্থানে আছে ভারত।

অস্ট্রেলিয়ার হয়ে ভালো ব্যাটিং করেন চার টপঅর্ডার। অধিনায়ক আলিসা হিলি ২০ বলে ২৬, বেথ মনি ৩২ বলে ৪০, এলিসি পেরি ২৪ বলে ৩০ ও ফোবি লিচফিল্ড ১৮ বলে ১৮ রান করেন। নিচের দিকে কেউ দুই অংকের ঘর স্পর্শ করতে না পারলেও ৮ উইকেটে অস্ট্রেলিয়ার ঝুলিতে জমা জয় ১৪৮ রান।

 

জবাবে নিউজিল্যান্ডের হয়ে দুই অংক স্পর্শ করেন তিনজন। ওপেনার সুজি বেটস ২৭ বলে ২০, তিনে নামা অ্যামেলিয়া কের ৩১ বলে ২৯ ও আটে নামা লি তাহুহু ১০ বলে ১১ রান করেন।

 

অস্ট্রেলিয়ার ৩টি করে উইকেট নেন মেগান শুট ও অ্যানাবেল সাদারল্যান্ড।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন