বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- গত ৯ আগষ্ট ২০২৪ ইংরেজি তারিখ সকাল অনুমানিক সকাল ১০টার দিকে মোঃ পিন্টু সুলতান এর নেতৃত্বে বন্দুকসহ দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে রাজনগর থানাধীন কাশেম বাজার এলাকায় সংখ্যা লঘুদের দোকান লুটপাটের উদ্দেশ্যে আক্রমণ চালায়। এতে মোঃ সিরাজুল ইসলাম (ছানা) চেয়ারম্যান উক্ত আক্রমণ প্রতিহত করতে এগিয়ে আসলে মোঃ পিন্টু সুলতানের হাতে থাকা বন্দুক দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় রাজনগর থানায় গত ১৫ আগষ্ট ২০২৪ইংরেজী তারিখে একটি হত্যা মামলা দায়ের করা হয়। যার মামলা নং ৪, ধারা- ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/ ৩২৬/৩০৭/৩০২/৪২৭/৩৮০/১১৪/৩৪ পেনাল কোড।
এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সদর কোম্পানী ও সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর যৌথ অভিযানে গতকাল ২ অক্টোবর ২০২৪ইংরেজী তারিখ দুপুর আনুমানিক ১টা ৫ মিনিটের সময় সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন চন্ডীপুল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মৌলভীবাজার জেলার রাজনগরের আলোাচিত ও চাঞ্চল্যকর হত্যা কান্ডের মূলহোতা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী মৌলভীবাজার জেলার রাজনগর থানার রক্তা গ্রামের আশ্বব আলীর পুত্র মোঃ পিন্টু সুলতান (৫১)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন