প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ সাফ জয়ের স্বপ্নে ফাইনালে নেমেছিল বাংলাদেশের যুবারা। তবে সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ভারত। প্রতিপক্ষের কাছে ২-০ গোলে হেরে আজ স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছে বাংলাদেশকে।
বাংলাদেশের হৃদয় ভেঙেছেন মোহাম্মদ কাইফ ও মোহাম্মদ আরবাশ।
শুরুটা করেন কাইফ। ৫৮ মিনিটে সতীর্থের নেওয়া কর্নার থেকে মাথা ছুঁইয়ে বলকে জালে জড়িয়ে দেন তিনি। তার সেই গোলেই পরে শেষ হাসি হাসে ভারত। গোল হজমের পর তা শোধ দিতে মরিয়া হলেও সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ।
আসলে শোধ দেওয়ার মতো তেমন কোনো আক্রমণই করতে পারেনি বাংলাদেশ। ফাইনাল থার্ডে গিয়ে খেই হারিয়েছেন নাজমুল হুদা ফয়সাল-অপু রহমানরা।
উল্টো ম্যাচের যোগ করা সময়ে পঞ্চম মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। ২-০ গোলের জয়ে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
২০২২ সালে প্রথম আসরে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামেও শিরোপাটা নিজেদের কাছে রেখে দিল তারা।
ফুটবলে সিনিয়র হোক আর জুনিয়র যেকোনো পর্যায়েই বাংলাদেশের কঠিন প্রতিপক্ষ ভারত। প্রথম আসরে যেমন ভারতের কাছে সেমিফাইনালে ২-০ গোলে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। সেই হারের শোধ তো আজ নেওয়া হইল না উল্টো ফাইনালে হেরে শিরোপাও হারাল বাংলাদেশ।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন