চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে পদ্মা’র ভাঙ্গণ কবলিত মানুষদের উচ্ছেদ বন্ধের প্রতিবাদে মানববন্ধন

gbn


জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীর ভাঙ্গণ কবলিত উজিরপুর ইউনিয়নের বাসিন্দারা তাদের বর্তমান বাসস্থান থেকে উচ্ছেদ করা হতে পারে এমন আশংকায় উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছেন। মঙ্গলবার(১৭’নভেম্বর) উপজেলা পরিষদ ভবনের সামনে পদ্মা নদী ভাঙ্গণ কবলিত এলাকাবাসী’র ব্যানারে এই কর্মসূচী পালিত হয়। পরে এ ব্যাপারে শিবগঞ্জ ইউএনও ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন,উজিরপুর ইউনিয়নের দুরুল হোদা,হাবিবুর রহমান,সাদিকুল ইসলাম,বেনজীর আহমেদ,রুপচাঁদ আলী প্রমুখ।
বক্তরা বলেন,নদী ভাঙ্গণে নি:স্ব কয়েকশ’ পরিবার পাগলা নদীতীরে তক্তিপুর ঘাট এলাকায় খাস জমিতে আশ্রয় নিয়েছেন। দীর্ঘদিন যাবৎ তারা এই স্থানে বাস্তহারা হিসেবে বসবাস করছেন। কিন্তু সম্প্রতি তারা জানতে পেরেছেন,ওই স্থান থেকে তাদের উচ্ছেদ করে গুচ্ছগ্রাম নির্মাণ করা হতে পারে। এমন পরিকল্পনা ও তৎপরতায় তারা আতংকিত। বক্তারা বলেন,নিকটেই আরও খাস জমি রয়েছে যাতে গুচ্ছ গ্রাম নির্মাণ করলে তারা উচ্ছেদের কবল থেকে রক্ষা পাবেন। তারা প্রধানমন্ত্রীর ভূমিহীনদের আশ্রয়ের ব্যাপারে বিভিন্ন প্রতিশ্রতি ও পদক্ষেপের কথা উল্লেখ করেন। ###

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন