বিশ্বনাথের কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মালিক মানিক ৫৬ বছর বয়সে পৃথিবীর সকল মায়া মমতা ছেড়ে পরপারে ,শোক প্রকাশ

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩তম ব্যাচ এর ছাত্র, বিশ্বনাথ সরকারি ক‌লে‌জের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন প্রভাষক, বিশ্বনাথ প্রবাসী এডু‌কেশন ট্রা‌ষ্টের সন্মা‌নিত ট্রা‌ষ্টি, বিশ্বনাথের কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, সিলেট এম.সি কলেজ ও রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন কৃতি ছাত্র, আমার অত্যন্ত প্রিয়ভাজন আব্দুল মালিক মানিক ৫৬ বছর বয়সে পৃথিবীর সকল মায়া মমতা ছেড়ে পরপারে পাড়ি দিয়েছেন জেনে গভীর শোক প্রকাশ করছি ।
আব্দুল মালিক ছিলেন অত্যন্ত ভদ্র, নম্র ও শান্ত স্বভাবের একজন আপাদমস্তক ভদ্রলোক । ১৯৮৩ সালে উনার এক তালতো ভাইয়ের মাধ্যমে আমার সাথে পরিচয় ঘটে । তখন তিনি দশম শ্রেনীর ছাত্র (SSC 1984)। গত ৪১ বছর আমি দেখেছি তার চরিত্রে সরলতা ও ভদ্রতার অনন্য সংযোজন । তাকে কখনও রাগ করতে দেখেনি। সবসময় শান্তভাবে হাসি মুখে সবার সাথে কথা বলতেন। এম.সি কলেজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-বিশ্বনাথ-ইংল্যান্ড, সর্বদা শান্ত ও হাসি মাখা মুখ। সর্বশেষ তার সাথে দেখা হয় কিকলি শহরে। আমাকে দেখামাত্র আমার পাশে এসে বসলেন এবং কুশলাদি জিজ্ঞাসার সময় তার স্বাস্থ্যের ব্যাপারে জিজ্ঞাসা করলাম, উত্তর: ‘ফরিদ ভাই স্বাস্থ্য মোটামুটি ভাল আছে’এবং দোয়া চাইলেন । এরপর প্রায়ই ফোনে কথাবার্তা হত। গলার অসুস্থতার জন্য কন্ঠ অস্পষ্ট হলেও কথাগুলো ছিল আন্তরিকতায় ভরপুর। ছেলেমেয়েদের  কে ফোনে আমার সাথে পরিচয় করিয়ে দিলেন এবং ওরা আমার সাথে ফোনে কথা বলল। কী দারুন আন্তরিকতা!!! সর্বশেষ হসপিটালে যাবার ১ সপ্তাহ আগে আমার সাথে কথা হল । এ কথাই শেষ কথা!!
তার মৃত্যুর সংবাদ শোনার পর থেকে মনটা ভাল নেই । অসম্ভব শূন্যতা অনুভব করছি ।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। দোয়া করি মহান আল্লাহ পাক যেন উনার সকল ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন । সবার কাছে মরহুমের জন্য দোয়া কামনা করছি । আমীন ।

ফরিদ আহমদ
প্রাক্তন অধ্যক্ষ,
উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রী কলেজ

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন