কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে বিদায়ের ব্যর্থতায় প্রধান কোচ গ্রেগ বারহাল্টারকে বরখাস্ত করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কোপার গ্রুপ পর্বে বলিভিয়ার সাথে জিতলেও পানামা ও উরুগুয়ের কাছে হেরে পয়েন্ট টেবিলে তৃতীয় হয়ে বিদায় নেওয়ার পর সমালোচনার ঝড় ওঠে সর্বত্র।
তাকে বরখাস্তের ব্যাপারে ইউনাইটেড স্টেটস সকার ফেডারেশনের স্পোর্টিং ডিরেক্টর ম্যাট ক্রোকার বলেছেন, “গত পাঁচ বছর ধরে পুরুষদের জাতীয় দল এবং মার্কিন ফুটবলের প্রতি গ্রেগের দায়িত্বশীলতার জন্য আমরা তার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।”
“গ্রেগ প্রত্যেকের সম্মান অর্জনের পাশাপাশি একটি তরুণ দলকে একত্রিত করে আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
” যোগ করেন ক্রোকার।
ক্রোকার বলেন, পরবর্তী কোচের জন্য অনুসন্ধান প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে সাবেক লিভারপুল ম্যানেজার ইয়ুর্গেন ক্লপের সাথে যোগাযোগ করা হয়েছে।
২০১৮ সালে প্রথম দফায় যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন বারহাল্টার।
তার কোচিংয়ে ২০২১ সালে যুক্তরাষ্ট্রকে গোল্ড কাপ ও কনকাকাফ ন্যাশনস লিগ জেতাতে সাহায্য করেন। ২০২২ বিশ্বকাপে শেষ ষোলোয় নাম লেখায় যুক্তরাষ্ট্র। তবে টুর্নামেন্ট শেষ হতেই ফুটবলারদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। তাই ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তখন আর তাকে নতুন মেয়াদের প্রস্তাব দেওয়া হয়নি।
পরে একরকম বাধ্য হয়েই গত বছরের জুনে দ্বিতীয়বারের মতো বারহাল্টারকে দায়িত্বে ফেরায় যুক্তরাষ্ট্র।
কোপা আমেরিকায় উরুগুয়ের কাছে ১-০ ব্যবধানে হেরে কোপা থেকে বাদ পড়ার পর বারহাল্টার জানিয়েছিলেন ২০২৬ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিতে চান তিনি।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন