
জিবি নিউজ 24 ডেস্ক //
বিশিষ্ট ক্রীড়াসংগঠক বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক, বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান এবং দেশের অন্যতম অভিজাত ‘ঢাকা ক্লাবে’র প্রেসিডেন্ট আফজালুর রহমান সিনহা আর নেই।
বুধবার রাতে ভারতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক ও একমি গ্রুপের চেয়ারম্যান। আফজালুর রহমান সিনহা লিভার ও কিডনির সমস্যায় ভুগছিলেন। গত কয়েক মাস সিঙ্গাপুর ও থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি।
দেশের শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান একমি গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ছিলেন আবাহনী ক্লাবের হকি কমিটির চেয়ারম্যান। তিনি ২০১৭-১৮ মেয়াদে ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট পদেও দায়িত্ব পালন করে আসছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতিসহ দেশের অন্যান্য ক্রীড়া সাংবাদিক সংগঠনগুলো।
অথচ এই তো ক’দিন পরই বিপিএল। যে কিনা বিপিএল নিয়ে মেতে থাকেন, মাতিয়ে রাখেন দেশের সবচেয়ে বড় ঘরোয়া লিগের আসর নিয়ে। তিনিই আজ চলে গেলেন পরপারে।