সাদুল্লাপুরে ফুলবাড়ি গ্রামের ৩৪০ পরিবার বিদুৎ সংযোগ উদ্বোধন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা //
শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরেবিদ্যুৎ এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধা সাদুল্যাপুর উপজেলারমধ্যফুলবাড়ি গ্রামকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুতের আলোয় আলোকিতকরা হয়েছে।রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে মঙ্গলবার দপুর ১২টায় উপজেলারখোর্দ্দকোমরপুর ইউনিয়নের মধ্যফুলবারি সরকারি প্রাথমিক বিদ্যালয়প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থেকে গাইবান্ধা -৩ আসনের সংসদ সদস্যডাঃ মোঃ ইউনুস আলী সরকার এমপি এক সুইসে টিপ দিয়ে ওই
ইউনিয়নের মধ্যফুলবাড়ি গ্রামের ৩৪০ টি পরিবারকে বিদ্যুতের আলোয়আলোকিত করে দেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হোসেন নুরুর সভাপতিত্বে ওসাধারণ সম্পাদক মামুন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্যরাখেন পল্লী বিদ্যুতের এজিএম শামসুল হক , উপজেলা আওয়ামী লীগেরসাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহিল কবির ফারুক,সিনিয়র সহ সভাপতিসাজ্জাদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান (সাদা) প্রধানশিক্ষক খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, ওয়ালিউর রহমান, প্রমূখ।এ ব্যাপারে রংপুর পল্লী বিদ্যুত সমিতির সাদুল্লাপুর সাব জোনেরএজিএম সামছুল হক জানান, ৪৮ লক্ষ টাকা ব্যায়ে প্রায় সাড়ে চারকিলোমিটার এলাকায় বিদ্যুতের লাইন নির্মাণ করে ৩৪০টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।