নবীগঞ্জ উপজেলা নির্বাচনে ১৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

বুলবুল আহমেদ,  নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অনলাইনে গতকাল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৯ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী হয়েছেন। এতে, চেয়ারম্যান পদ প্রার্থীরা হচ্ছেন, নবীগঞ্জ থানা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, বর্তমান উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, জেলা আওয়ামীলীগ ৩নং সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, জাপা নেতা শাহ আবুল খয়ের, বোরহান উদ্দিন চৌধুরী, শেখ মোস্তফা কামাল ও মোস্তাকিম আহমদ। ভাইস চেয়ারম্যান পদে মহাজোট মনোনীত প্রার্থী সাইফুল জাহান চৌধুরী, এডভোকেট গতি গৌবিন্দ দাশ, মোঃ অনর উদ্দিন, আলমগীর চৌধুরী সালমান, আব্দুল আলীম ইয়াছিনী, মোঃ সিদ্দিকুর রহমান চৌধুরী, মোঃ হেলাল চৌধুরী ও রুবেল আল আমিন তালুকদার। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসাবে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম ও আওয়ামীলীগের নেত্রী ছৈইফা রহমান কাকলী। মনোয়নপত্র দাখিলকে ঘীরে গতকাল উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাচাই, ৩০ এপ্রিল প্রত্যাহার এবং ২ মে প্রতীক বরাদ্দ ও ২১ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন