মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্নস্থানে ১০টি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় গাঁজা উদ্ধার পূর্বক ছয়টি মামলা উদঘাটন করা হয়।
অভিযানে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরীর নেতৃত্বে ডিএনসি মৌলভীবাজার এর উপ-পরিচালক মো. মিজানুর রহমান শরীফ এর সার্বিক তত্ত্বাবধানে ক এবং খ সার্কেলের অংশগ্রহণে সদর থানা পুলিশ এবং জেলা আনসার সদস্যরা অংশগ্রহণ করে।
ডিএনসির উপ-পরিচালক মো. মিজানুর রহমান শরীফ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন