বাংলাদেশের ব্যাপারে কিছু জানি না : শ্রীলঙ্কার অধিনায়ক

gbn

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। সিলেটে দেড় দিন আগে ৩২৮ রান ম্যাচ জিতে নিয়েছে সফরকারী। এই ম্যাচে ব্যর্থতার কাঠগড়ায় বাংলাদেশি ব্যাটাররা। লিটন দাস, নাজমুল হোসেন, শাহাদাত হোসেনরা দায়িত্ব নিতে পারেননি।

তাঁদের ব্যাটিংয়ে মনোযোগে ঘটতি ছিল কি?

 

আজ ম্যাচ শেষে এমন প্রশ্ন করা হয়েছিল লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার কাছে। এ নিয়ে কোনো মন্তব্য করতে চাইলেন না তিনি, ‘আসলে আমি বাংলাদেশের ব্যাপারে কিছু জানি না।’ তবে টেস্ট ক্রিকেটে ফল করতে হলে যে মনোযোগ ধরে রাখা জরুরি সেটি মনে করিয়ে দিলেন ধনঞ্জয়া, ‘হ্যাঁ অবশ্যই। টেস্ট ক্রিকেটে স্কিল এবং চিন্তাধারা সঠিক রাখতে হবে।

অনুশীলন, ট্রেনিংয়ে আমাদের কাজের ফলটা মাঠে পেয়েছি আমরা।’

 

বাংলাদেশের দুই ইনিংসের ২০ উইকেটের সবগুলো নিয়েছেন শ্রীলঙ্কার পেসাররা। সিলেটের উইকেট যে পেসারদের সহায়ক হবে সেটি আগেই বুঝতে পারে সফরকারীরা। এ নিয়ে ধনঞ্জয়া বলেন, ‘এটা দেখে পেস বোলিং উইকেট মনে হয়েছিল।

তাই আমরা তিন পেসার খেলিয়েছি। দিন শেষে এটি কাজে লেগেছে বলে আমার মনে হয়। দিন যত গড়িয়েছে পেসারদের গতি কমেছে। তবে আমার মনে হয় যেভাবে আমাদের পেসাররা বোলিং করেছে আমি বেশ খুশি।’

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন