রাজলক্ষ্মী মৌসুমী
কবিতার মাঝেই তুমি আছো, যেমনি করে আগেও ছিলে এখনও তাই আছো। কবিতার জন্মদিনে একটি একটি বর্ণ দিয়ে বর্ণমালা সৃষ্টি করেছিলে। কবিতার সৃষ্টিতেই প্রেমের সৃষ্টি। সেই বর্ণমালা দিয়েই তো আমি কবিতার পুঁতিতে গেঁথেছি মালা তোমায় পরাবো বলে। তোমার জন্মতিথি হয়তো মহাকবি কালিদাস এর হৃদয়ে কাব্যমালা রচিত হয়েছিলো। কবিতা দিবসে আমি সেই বর্ণমালায় তোমায় স্মরণ করছি।। কবির কাব্যগাঁথায় আমি ভালোবাসার স্পর্শ পাই। তুমি কি পাও?আমি কিন্তু বেমালুম ভাবে প্রেমের আভাস পাই। কবির বর্ণিল আলোকবর্তিকা মানুষের জীবন পরিপূর্ণতায় প্রেমের আকাশ জুড়ায়। কবিমনের আবেগের অনুভূতি ঝংকৃত হয় আবৃত্তিকারের ভরাট গলায়। কবিতার মাঝেই আমি তোমাকে পাই। আর এই কবিতার মাঝেই দুঃখকে আগলে রাখতে চাই। তুমি আর আমি, আমার ও তোমার কবিতার সৃষ্টির ছন্দ , ঘরে ঘরে পৌঁছে দেবো কবিতার মূল মন্ত্র। সার্থক তব আমাদের চির বসন্ত । কবিতা দিবসে একে একে সবাই মিলাবো কণ্ঠ।।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন