কুলাউড়ায় যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

মৌলভীবাজারের কুলাউড়ায় যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের সাথে সাপ্তাহিক বাংলা কাগজ পরিবার ও স্থানীয় সুশীল সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের অভিজাত এক রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

 

 

 

বাংলা কাগজের সম্পাদক ও প্রকাশক এম রহমান মোমিতের সভাপতিত্বে ও পত্রিকার বাংলাদেশ সমন্বয়ক বদরুজ্জামান সজলের সঞ্চালনায় সভায় আমন্ত্রিত সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা, বিসিএ’র সাবেক সভাপতি মো. আব্দুল মুনিম, পত্রিকার পরিচালক রুহুল আমিন চৌধুরী মামুন ও অধ্যাপক মো. কমর উদ্দিন আহমদ জামাল।

 

আরও বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদিপ ভট্টাচার্য, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান, জুড়ী তৈয়বুন্নেসা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমেদ,  লংলা আধুনিক ডিগ্রি কলেজেরর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান ও কুলাউড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই।

 

 

এ সময় উপস্থিত ছিলেন সিপিবি নেতা খন্দকার লুৎফুর রহমান, বরমচাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, বাংলা কাগজ অনলাইন ভার্সনের কোঅডিনেটর ও কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, আমেরিকা প্রবাসী মুমিনুল হক চৌধুরী, এপেক্স ক্লাবের লাইফ মেম্বার এ এফ এম ফৌজি চৌধুরী, উদীচী শিল্পীগোষ্ঠীর সম্পাদক সুমন মিত্র, হাসপাতালের সহকারী স্বাস্থ্য পরিদর্শক হাবিবুর রহমান চৌধুরী সেলিম, প্রধান শিক্ষক আব্দুল মুছাব্বির শামিম ও আব্দুল বাছিত, কবি ইব্রাহিম খলিল প্রমুখ।

 

 

সভায় প্রবাসী কমিউনিটি নেতারা তাদের ভোটাধিকার, বিমানবন্দরে হয়রানি, প্রবাসীদের জায়গা-সম্পত্তি দখলমুক্ত ও জানমালের নিরাপত্তাসহ নানা বিষয়ে সরকারসহ সবার সহযোগিতা কামনা করেন। পরে সংবর্ধিত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন