লেনিনের মৃত্যুশতবর্ষ পালন করলেন রুশ কমিউনিস্টরা

gbn

মস্কোর রেড স্কয়ারে রবিবার সমবেত হয়ে ১৯১৭ সালের রুশ বিপ্লবের নায়ক লেনিনের মৃত্যুশতবর্ষ পালন করলেন কমিউনিস্টরা। একসময় তাঁর ছবি সাবেক সোভিয়েত ইউনিয়েনর প্রায় সব জায়গায় থাকত। তাঁর নাম প্রায় প্রতিদিন উচ্চারিত হতো রাশিয়াসহ সাবেক সোভিয়েত ইউনিয়নে। সেই লেনিনের মৃত্যুশতবর্ষ পালনের অনুষ্ঠানে রেড স্কয়ারে উপস্থিত ছিলেন কিছু কমিউনিস্ট সদস্য।

 

রাশিয়ার কমিউনিস্ট পার্টির প্রধান জানিয়েছেন, তাঁরা সমাজবাদী রাশিয়ার জনককে স্মরণ করতে এসেছেন। লেনিন সব রাষ্ট্রের মধ্যে সৌভ্রাতৃত্বও গড়ে তুলতে চেয়েছিলেন।

এদিন অনেকের হাতে ছিল লাল পতাকা, কিছু মানুষের হাতে ছিল পোস্টার। সমবেত সবাই লেনিনের স্মৃতিসৌধে গিয়ে ফুল দেন।

 

রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লেনিনের কড়া সমালোচক হলেও লেনিনের দেহ স্মৃতিসৌধ থেকে সরাননি। তবে লেনিনের মৃত্যুশতবর্ষ উপলক্ষে একটা কথাও বলেননি তিনি। এর আগে তিনি বলেছিলেন, লেনিন ভয়ংকর ভুল করেছিলেন।

১৯২৪ সালের ২১ জানুয়ারি মাত্র ৫৩ বছর বয়সে লেনিনের মৃত্যু হয়।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন