গ্রিক দ্বীপের কাছে কার্গো জাহাজ ডুবে নিখোঁজ ১৩

gbn

গ্রিক এজিয়ান দ্বীপ লেসবসের কাছে কোমোরসের পতাকাবাহী একটি কার্গো জাহাজ রবিবার ঝোড়ো হাওয়ায় ডুবে গেছে। এতে নিখোঁজ ১৩ জনের জন্য একটি উদ্ধার অভিযান চলছে।

কোস্ট গার্ড জানিয়েছে, নৌবাহিনীর একটি হেলিকপ্টার র‍্যাপ্টর কার্গো জাহাজ থেকে একজন ক্রু সদস্যকে তুলে নেয়। তাকে লেসবস জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

বাকি ১৩ জনের অবস্থা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। কোস্ট গার্ডের মুখপাত্র নিকোস অ্যালেক্সিও কোনো বিস্তারিত না জানিয়ে বলেছেন, ‘তিনি হতবাক।’

পাঁচটি কার্গো জাহাজ, তিনটি উপকূলরক্ষী জাহাজ, বিমান বাহিনী ও নৌবাহিনীর হেলিকপ্টার এবং নৌবাহিনীর একটি ছোট যুদ্ধজাহাজ উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, লবণ বোঝাই পণ্যবাহী জাহাজটিতে ১৪ জন ক্রু সদস্য ছিলেন।

স্থানীয় সময় রবিবার ভোরে তুরস্কের উপকূলের কাছে লেসবস থেকে ৪.৫ নটিক্যাল মাইল (৮.৩ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে এটি ডুবে যায়।

 

১৯৮৪ সালে নির্মিত ১০৬ মিটারের জাহাজটি মিসরের দেখাইলা থেকে ইস্তাম্বুলের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

লেবাননে অবস্থিত জাহাজটির পরিচালন সংস্থার বরাত দিয়ে এথেন্স নিউজ এজেন্সি (এএনএ) বলেছে, ক্রুদের মধ্যে ১১ মিসরীয়, দুজন সিরীয় এবং একজন ভারতীয়।

এই মাসের শুরুর দিকে একটি ঐতিহাসিক গ্রিক যুদ্ধজাহাজ ঝোড়ো হাওয়ার কারণে বারবার একটি ডকে আঘাত করার পর ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ধারাবাহিক ঝড়ের মুখোমুখি হওয়ার পর সাম্প্রতিক মাসগুলোতে বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটি।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন