বক্স অফিসে সুপার ফ্লপ কার্তিক আরিয়ানের ‘শেহজাদা’

gbn

জিবিনিউজ24ডেস্ক//  

২০২২ সালে বক্স অফিসে সিনেমার পারফরম্যান্সের ভিত্তিতে তারকার তকমা পেয়েছিলেন কার্তিক আরিয়ান। ২০২৩ সালের শুরুতে সেই তারকারই সিনেমা মুখ থুবড়ে পড়ল বক্স অফিসে। প্রায় এক মাস প্রেক্ষাগৃহে চলার পরেও সিনেমার বাজেটের অর্ধেক টাকাও তুলতে পারল না ‘শেহজাদা’। ‘সুপার ফ্লপ’ তকমা নিয়েই চলতি সপ্তাহেই প্রেক্ষাগৃহ থেকে বিদায় নিচ্ছে কার্তিক ও কৃতি শ্যাননের সিনেমাটি।

বলিউডের বক্স অফিসে ২০২৩ সালের শুরুটা হয়েছে ‘পাঠান’ ঝড় দিয়ে। ২৫ জানুয়ারি মুক্তির পর এখনও ক্রিজ়ে টিকে রয়েছে শাহরুখ খানের এই সিনেমা। মুক্তির ৫০ দিন পরেও ‘পাঠান’ নিয়ে উদ্দীপনায় বিশেষ ভাটা পড়েনি। 

অন্যদিকে ‘পাঠান’-এর পরেই প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘শেহজ়াদা’। অল্লু অর্জুন অভিনীত এক দক্ষিণী সিনেমার রিমেক এটি। সিনেমায় অভিনয় করেছেন কার্তিক আরিয়ান ও কৃতি শ্যানন। 

প্রায় ৭৫ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবির প্রচারেও কোনো খামতি রাখেননি নির্মাতারা। তাতেও শেষরক্ষা হলো না। মুক্তির প্রায় এক মাসের মাথায় বক্স অফিসে সিনেমার আয় মাত্র ৩২ কোটি ৫০ লাখ টাকা। 

কার্তিকের আগের সিনেমা ‘ভুল ভুলাইয়া ২’-এর প্রথম সপ্তাহেই ব্যবসা হয়েছিল ৫৫ কোটির বেশি। ‘শেহজ়াদা’ যে প্রায় অপ্রত্যাশিতভাবে ব্যর্থ হয়েছে বক্স অফিসে, পরিসংখ্যান দেখে তা নিয়ে কোনো সন্দেহ নেই। দর্শকের চাহিদা খুব কম থাকায় এতদিন ঢিমে তালে চলছিল ‘শেহজাদা’। শোনা যাচ্ছে, চলতি সপ্তাহে শুক্রবারের আগেই প্রেক্ষাগৃহ থেকে তুলে নেওয়া হবে এই সিনেমা।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন