জিবিনিউজ 24 ডেস্ক //
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে স্বামীকে ছাড়াতে উকিলের কাছে নিয়ে যাওয়ার কথা বলে গেস্ট হাউজে নিয়ে ধর্ষণের ঘটনায় ভিকটিমকে জিজ্ঞাসাবাদ এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।
সোমবার (১২অক্টোবর) ধর্ষণের ঘটনাস্থল শহরের গুহ রোগের হামিদা গেস্ট হাউজ পরিদর্শন করেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।
এছাড়াও তিনি শ্রীমঙ্গল থানায় ভিকটিমকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক।
ধর্ষণের ঘটনার ভিকটিম ৩০ বছর বয়সী ঐ নারী গত শনিবার শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযান চালিয়ে গত রবিবার সকালে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কাজল মিয়া (৩০), ও মতিন মিয়া (২০) নামে দুই ব্যক্তিকে উপজেলার আমরাইল ছড়া চা বাগান থেকে গ্রেফতার করে।
অভিযুক্তদের গ্রেফতার করার পর শ্রীমঙ্গল থানা পুলিশ তাদের মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন। শ্রীমঙ্গল থানার মামলা নং-১২ (১১ অক্টোবর)।
উল্লেখ্য, ১৯ সেপ্টম্বর সকাল ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের হামিদা গেস্ট হাউজে ঘটনাটি ঘটে। অভিযুক্ত কাজল মিয়া (৩০), মতিন মিয়া (২০) ও ধর্ষণের শিকার ঐ নারী উপজেলার সাতগাঁও ইউনিয়নের আঐ গ্রামের বাসিন্দা। ধর্ষণের ঘটনাস্থল পরিদর্শন এবং ভিকটিমকে জিজ্ঞাসাবাদের ঘটনাটি মুঠোফোনে নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন