জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারাদেশের ন্যয় চাঁপাইনবাবগঞ্জ জেলায় নির্মিত ২শ’টি দুর্যোগ সহনীয় বাসগৃহ উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে প্রতিটি প্রায় ৩ লক্ষ টাকা ব্যয়ে সদর উপজেলায় ৫৬ এবং শিবগঞ্জ,নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় ৩৬টি করে নির্মিত গৃহ ।
মঙ্গলবার(১৩’অক্টোবর) সকালে দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির-উজ-জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাকিউল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন, মুক্তিযোদ্ধা রুহুল আমীন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম,জেলা মৎস অফিসার ড.আমিমুল এহসান,জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা হাসানুজ্জামান ফৌজদার সহ সংশ্লিস্টরা ও গৃহ পাওয়া উপকারভোগীরা। ##

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন