নবীগঞ্জের স্বস্থিপুরে সন্ত্রাসী হামলায় কৃষক ও গৃহবধূ সহ আহত ৩! আশংকাজনক অবস্থায় ১ জনকে সিলেটে প্রেরণ

gbn

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি ||
নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের স্বস্থিপুর গ্রামে শত বছরের পুরনো রাস্তা নিয়ে পূর্ব  বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় কৃষক কাচা মিয়া (৪০) ও গৃহবধূ সহ ৩ জন গুরুতর আহত হয়েছেন৷ গুরুতর আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে  আশংকাজনক অবস্থায় কাচা মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত গৃহবধূ শিরিয়া বেগম (৩৫) ও গফুর মিয়া (৫০)কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে৷ 
হাপাতাল সূত্রে জানাযায়, উপজেলার ঐ গ্রামের আহত কাচাঁ মিয়া গংদের সাথে জনসাধারণ চলাচলের একমাত্র রাস্তা নিয়ে একই গ্রামের মৃত ছিদ্দেক আলীর পুত্র সহিদ মিয়া ও নুর ইসলাম মিয়া গংদের সাথে পূর্ব বিরোধ চলে আসছিল৷ এরই জেরধরে (২৮ ডিসেম্বর) বুধবার দুপুর অনুমান ১২টার দিকে পূর্ব পরিকল্পিত ভাবে সহিদ মিয়ার পুত্র রাসেল মিয়া, শামীম মিয়া সহ একদল লোক দেশীয় অস্ত্র শস্ত্র সহকারে সন্ত্রাসী হামলা চালায়। কৃষক কাচা মিয়াকে বাঁচাতে গিয়ে উল্লেখিত ব্যক্তিরা ও গুরুতর আহত হন৷ এ ঘটনায় গ্রামে টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। তারা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন