রোহিতের ‘পুলিশ বিশ্বে’ সালমানের ‘চুলবুল পাণ্ডে’

gbn

  জিবিনিউজ24ডেস্ক//  

‘সার্কাস’ ছবির প্রচারণায় দলবল নিয়ে ‘বিগ বস’-এর সেটে হাজির হয়েছিলেন পরিচালক রোহিত শেঠি। সেখানেই ইঙ্গিত দিলেন তার পরবর্তী ছবির। যেটির অংশ হতে পারে সালমান খান অভিনীত জনপ্রিয় চরিত্র ‘চুলবুল পাণ্ডে’।

সালমানকে নিয়ে ছবি করার ইচ্ছে তার অনেকদিনের। সুযোগের অপেক্ষায় ছিলেন ‘সিম্বা’, ‘সিংহাম’ এবং ‘সূর্যবংশী’র মতো পুলিশ চরিত্রের নির্মাতা। পুলিশ অফিসার ‘চুলবুল পাণ্ডে’ সেই বিশ্বে পা রাখবেন না, তা কি হয়?

নতুন ভাবনা প্রসঙ্গে রোহিত বললেন, “১১০ শতাংশ নিশ্চিত করতে পারি, চুলবুল পাণ্ডে যেকোনো সময় ‘পুলিশ বিশ্বে’ প্রবেশ করতে পারে।” শুনে উচ্ছ্বসিত উপস্থিত সকলেই।

২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে আরবাজ খান প্রযোজিত ‘দাবাং’ ফ্রাঞ্চাইজিতে পুলিশ অফিসার ‘চুলবুল পাণ্ডে’র ভূমিকায় সাড়া ফেলেছিলেন সালমান। তাকে রোহিতের সঙ্গে কাজ করতে দেখে নতুন উন্মাদনা তৈরি হবে, সে বিষয়ে নিশ্চিত প্রযোজকেরাও।

উল্লেখ্য, ‘সার্কাস’ ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। এতে আরও অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ, পূজা হেগড়ে, বরুণ শর্মা, সিদ্ধার্থ যাদব, জনি লিভার, সঞ্জয় মিশ্র প্রমুখ। বড়দিনের আমেজে আগামী ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রোমান্টিক কমেডি ধাঁচের ছবিটি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন