জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সোমবার(৫’অক্টোবর) এ উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী,আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির-উজ-জামান, নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, রংপুর ক্যাডেট কলেজের অব. শিক্ষক ইসরাইল হক, ভারপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম,জাতীয় মহিলা সংস্থা,চাঁপাইনবাবগঞ্জের চেয়ারম্যান ইয়াসমিন সুলতানা,চাঁপাইনবাবগঞ্জ চেম্বার পরিচালক শহিদুল ইসলাম সহ অন্যরা।
বক্তরা শিশুদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে বিভিন্ন দিক নিদের্শনা ও পরামর্শ দেন। সভা শেষে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ###

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন