ভারতের জন্য অপেক্ষায় সাফ

 জিবিনিউজ24ডেস্ক//

৬-১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। একই সময় শ্রীলঙ্কায় রয়েছে সাফ অ-১৭ চ্যাম্পিয়নশিপ। দুই টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ভারত ফিফা থেকে এখন নিষিদ্ধ থাকলেও খুব শিগগিরই সেটা প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে। এজন্য সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন খানিকটা অপেক্ষা করছে।

নিষেধাজ্ঞা তুলে নিতে ফিফার কাছে বুধবার (২৪ আগস্ট) আবেদন করেছে ভারত। একই দিন সভা ছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনেরও (সাফ)। ভারতের আবেদনের প্রেক্ষিতে ফিফা সিদ্ধান্তের অপেক্ষায় সেই সভা আর হয়নি। নিষেধাজ্ঞামুক্ত না হলে তাদের বাদ দিয়েই কাল (বৃহস্পতিবার) টুর্নামেন্টের সূচি পুনঃনির্ধারণ করার সিদ্ধান্ত ছিল সাফের। তা স্থগিত করা হয়েছে।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘নতুন সূচি তৈরির যে সিদ্ধান্ত ছিল আমাদের, তা স্থগিত রাখা হয়েছে। কারণ ভারত এরই মধ্যে তাদের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিতে ফিফায় আবেদন করেছে। তারা ফিফার সব শর্ত মেনে নির্বাচনের দিকে হাঁটছে। একটা ইতিবাচক কিছু দ্রুতই হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া টুর্নামেন্টের এখনও বাকি ১৩ দিন। তাই আমরা ভারতকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা এখনই নিচ্ছি না। দেখি আরও কয়েকদিন।’

ফিফার দেখানো পথেই হাটছে ভারত। ফলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা আছে। বর্তমান কমিটিকে বাতিল করে নতুন নির্বাচন দেওয়া হয়েছে ২ সেপ্টেম্বর। এছাড়া নিষেধাজ্ঞার সঙ্গে যেসব শর্ত দিয়েছিল ফিফা, তার সবগুলো মেনে নিয়েই এআইএফএফ নতুন নির্বাচনের পথে এগোচ্ছে। তবে শেষ পর্যন্ত ভারত টুর্নামেন্টে অংশ নিতে না পারলেও সময়সূচি পরিবতর্ন হবে না বলে জানান সাফ সাধারণ সম্পাদক, ‘ভারত না খেললেও টুর্নামেন্টের সময়কাল আগের মতোই থাকবে। যেদিন দুটি ম্যাচ ছিল সেদিন একটি হবে।’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন