ওসমানীনগরে সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা

gbn

ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলা শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফ মোহাম্মদ নেয়ামত উল্যার অন্যত্র বদলিজনিত কারণে বৃহস্পতিবার বিকালে উপজেলার তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি ওসমানীনগর উপজেলা শাখা। এতে প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দিলীপময় দাশ চৌধুরী,সানাউল হক সানী, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অজিত পাল।সহকারী শিক্ষক সমিতি ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতি লাল গুপ্ত, উপজেলা শিক্ষা কমিটির সদস্য প্রধান শিক্ষক তরুন চন্দ্র দেব,প্রধান শিক্ষক কাজী শাহানারা ইয়াছমিন বীনা,বাবুল চন্দ্র দাশ, অজিত দেব, আব্দুর রব, ইন্দিরা রানী দে,শুক্লা রানী দে,সমিতির সিলেট জেলা কমিটির উপদেষ্ঠা আজাদ মিয়া।সহকারী শিক্ষক সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনোজ কুমার দাশ এবং যুগ্ন সম্পাদক জাহাঙ্গির আলমের যৌথ পরিচালনায় বক্তারা বলেন, উপজেলায় যোগদানের পর থেকে প্রাথমিক শিক্ষার গুণগত পরিবর্তনের পাশাপাশি শিক্ষক সমাজের সার্বিক কার্যক্রমে সুষ্ট গতিশিলতা ফিরিয়ে আনতে নিরলস কাজ করে গেছেন শরিফ মো: নেয়ামত উল্লাহ।তাঁর পরামর্শমূলক আচরণ শিক্ষার পরিবেশ ও উন্নয়নে অপূরনীয়। তাঁর বদলিতে উপজেলার শিক্ষক সমাজ একজন সৎ ও দক্ষ অফিসারকে হারিয়েছে। তাঁর ভবিষ্যত ও কর্মময় জীবনের সাফলতা কামনা করেন তারা। উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক সমিতির উপজেলা কমিটির উপদেষ্ঠা সন্তোষ কুমার দেব,সুজিত দেব, উপজেলা কমিটির সহসভাপতি মলয় কুমার দেব, চমক আলী, সেলিম আহমদ, অজয় কুমার পাল, যুগ্ন সম্পাদক ফয়জুল ইসলাম, নির্মল ধর,ঝলক গোস্বামী,মঞ্জু রানী দেবনাথ,বাবুল রঞ্জন দাশ,সাংগঠনিক সম্পাদক কবির আহমদ,সীমা আক্তার, মোহন দেব, প্রধান শিক্ষক ফালগুনি ভট্ট্রাচার্য্য, সুপ্তা দেব, প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম,স্বপন আচার্য্য,আবুল বশর সুমন,বশির আহমদ, হেপী দাশ, ফরিদা বেগম, নার্গিস বেগম, সুহেলী আক্তার, সুশীল দেবনাথ, কামাল আল দীন, মুনসুর আহমদ, রাশেদ আলী,পাপ্পু বৈদ্য ও বিলকিছ আক্তার প্রমুখ। মো: খলি মিয়া‘র কোরআন তিলাওয়াত ও শ্যামলী রানী দত্তের গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দের উপস্থিতিতে বিদায়ী অতিথিকে সহকারী শিক্ষক সমিতির পক্ষ থেকে ক্রেষ্ট ও উপহার প্রদান করেন অতিথিরা। এসময় বিদায়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফ মোহাম্মদ নিয়ামত উল্যা বলেন,দীর্ঘদিন ধরে এ উপজেলায় কাজ করতে গিয়ে প্রাথমিক শিক্ষক সমাজসহ সংশ্লিষ্ট সকলের যে সহযোগিতা পেয়েছি তা অনুকরনীয়।সকলের সার্বিক সহযোগিতায় উপজেলায় প্রাথমিক শিক্ষার অনেক সুনাম অর্জিত হয়েছে।বর্তমান সরকারের উদ্যোগ প্রাথমিক শিক্ষাকে উন্নতির শিখরে নিয়ে যেতে আগামী দিনগুলোতে এই সহযোগিতার ধারা অব্যাহত রাখার আহব্বান জানান তিনি।
 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন