বিয়ানীবাজারে দূর্ধর্ষ ডাকাতি; নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

মুকিত মুহাম্মদ, বিয়ানীবাজার প্রতিনিধি ||
বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া এলাকায় রবিবার দিবাগত রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ২০ ভরি স্বর্ণালংকার, নগদ দেড় লাখ টাকা, ১২ মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রি লুট করে পালিয়ে যায়। জানা যায়, কাকরদিয়া গ্রামের মৃত মুহিবুর রহমানের বাড়িতে গত রাতে হানা দেয় ১৫/১৬ জনের ডাকাত দল। ভবনের কেসি গেইটের তালা কেটে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মূখে জিম্মি করে স্বর্ণ, নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রি লুট করে পালিয়ে যায়। ডাকাতির ঘটনাটি নিশ্চিত করেছেন বিয়ানীবাজারের ব্যবসায়ী রাজু। তিনি তার ফেসবুকে বেশ কয়েকটি ছবি আপলোড করে ডাকাতির বিষয়টি উল্লেখ করেন।