চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবি’র অভিযানে ২৭ লাখ টাকা মূল্যের ১ কেজি ৩৫০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। শনিবার (২৩জুলাই) ভোররাতে সোনমসজিদ সীমান্তের নলডুবি নামক স্থানে এ অভিযান পরিচালিত হয়। নিজস্ব তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ২ জন চোরকারবারীকে ধাওয়া করলেও তাদের কাউকে আটক করতে পারেনি বিজিবি। ওই দু’জন ভারতের দিকে পালিয়ে যাবার পর তাদের একটি ফেলে যাওয়া ব্যাগ হতে ওই হেরোইন উদ্ধার হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের (রহনপুর ব্যাটালিয়নের) অধিনায়ক লে.কর্ণেল আমীর হোসেন মোল্লা বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। ####

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন