ঝিনাইদহের সম্পত্তি নিয়ে বিরোধ ছোট সতীনের হামলায় বড় সতীনের দুই পুত্রবধুসহ আহত চার নারী!

gbn

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জের ধরে চার নারীকে বেধঢ়ক মারপিট করার অভিযোগ উঠেছে। শুক্রবার
সকালে ঝিনাইদহ শহরের কলাবাগানে এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার মৃত রফিকুল
ইসলামের স্ত্রী নুরজাহান বেগম (৩৫), মাসুদ তরফদারের স্ত্রী সেলিনা খাতুন (২২), মৃত ওমর ফারুকের
স্ত্রী মাকসুদা খাতুন (৪০) ও মেয়ে ফারজানা খাতুন (২৩)। আহত মাকসুদা খাতুন জানান, পৈতৃক সুত্রে
পাওয়া সম্পত্তি নিয়ে বেশ কয়েকদিন যাবত মৃত আব্দুর রউফ তরফদার ওরফে পটলার প্রথম স্ত্রী
দৌলতুন্নেছার সন্তানদের সাথে ছোট স্ত্রী রুবিনা খাতুনের সন্তানদের বিরোধ চলে আসছিল। এরই জের
ধরে শুক্রবার সকালে রুবিনা, তার ছেলে জারজিদ তরফদার, বোন রুলি খাতুন ও লিলি খাতুন প্রথম স্ত্রীর
সন্তানদের বাড়িতে হামলা চালায়। এসময় তারা নুরজাহান বেগম, সেলিনা খাতুন, মাকসুদা খাতুন ও ফারজানা
খাতুনকে ঘরে আটকে রড ও লাঠি দিয়ে বেধঢ়ক মারপিট করে। তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন
ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। সেখান থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি
করা হয়। আহত মাকসুদা খাতুন অভিযোগ করেন, সন্ত্রাসী জহারজিদ জঙ্গী সংগঠনের সদস্য। তারি
বাড়িতে রাতের আধারে অজ্ঞাতনামা ব্যক্তিরা এসে থাকে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ
সোহেল রানা বলেন, ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থল থেকে জারজিদকে আটক করা হয়েছে। আহতদের পক্ষ
থেকে মামলা দায়ের করলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন