গোপালগঞ্জে ডাকাতি ও হত্যা মামলায় ১জনের ফাঁসি এবং দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

gbn

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার রাজপাট কৃষি ব্যাংক ডাকাতি ও ডাকাতিকালে ব্যাংকের সেকেন্ড অফিসার আয়ুব হোসেন মোল্লা হত্যা মামলায় ১জনের ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন কারাদন্ড রায় দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার (৯ই জুন) দুপুরে অতিরিক্ত দায়রা জজ মো: আব্বাস উদ্দিন এ রায় দেন। মামলার অন্যতম আসামী সমীর দাস ওরফে সমীরন দাসকে মৃত্যুর আগ পর্যন্ত ফাঁসিতে ঝুলাইয়ে মৃত্যুদন্ড ও এক লক্ষ টাকা অর্থদন্ড করে। অপর আরও দুই আসামী ইয়ার আলী ও রফিকুল ইসলাম ওরফে শিপন কে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা করে অর্থ দন্ড করে রায় দেয় আদালত। এ মামলায় আরও ২৫ আসামীকে খালাস দেওয়া হয়। উল্লেখ্য, ২০০৫ সালের ১০ই এপ্রিল কাশিয়ানি উপজেলার রাজপাট কৃষি ব্যাংক ডাকাতি ও ডাকাতিকালে ব্যাংকের সেকেন্ড অফিসার আয়ুব হোসেন মোল্লাকে হত্যা করে ডাকাত’রা। পরে রাজপাট কৃষি ব্যাংক ব্যবস্থাপক বাদী হয়ে থানায় মামলা করেন। দীর্ঘ ১৭ বছর পর আজ মামলার রায় দেয় আদালত।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন