সাতক্ষীরার ভোমরায় পূর্ণদিবস কর্মবিরতি পালিত

gbn

সাতক্ষীরা প্রতিনিধি: কাস্টমস লাইসেন্সের বিভিন্ন ধারা-উপধারা সংশোধনসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরার ভোমরায় পূর্ণদিবস কর্মবিরতি পালিত হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে এই কর্মবিরতি শুরু হয়। ফলে আমদানি রপ্তানী কার্যক্রম বন্ধ রয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই বন্দরটিতে। ভোমরা স্থলবন্দও সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান,ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের দেশব্যাপী ডাকা কর্মবিরতি আমরা পালন করছি। পরবর্তীতে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী কর্মসূচি পালিত হবে। তিনি আরও জানান,কাস্টমস-এর কিছু কালো আইনের কারণে আমরা নিস্পেষিত হচ্ছি। একটি লাইসেন্সের কোনো সমস্যা হলে বাকী দুটো পোর্টে আমদানি-রপ্তানীর সুযোগ হারাচ্ছে ব্যবসায়ীরা। এছাড়া উত্তরাধিকার সূত্রে লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন জটিলতা তৈরি করছে কাস্টমস-এর জটিল ধারাগুলো। তাই আমরা চাচ্ছি,সরকার লাইসেন্স প্রাপ্তি ও ব্যবহারের জটিল ধারাগুলো তুলে দিক। ভোমরা শুল্ক স্টেশনের সহকারি কমিশনার আল আমিন জানান,ব্যবসায়ীরা আজকে কলমবিরতিতে রয়েছেন। তাই আমদানি- রপ্তানী বন্ধ রয়েছে। ভোমরা বন্দও সূত্রে জানা গেছে,প্রতিদিন সাড়ে তিনশ’ থেকে ৪শ’ পণ্যবাহি ট্রাক স্থলবন্দওে প্রবেশ করে ও বের হয়। ##

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন