মৌলভীবাজারের ডলি আবার ও কানাডার এমপি নির্বাচিত

gbn

মৌলভীবাজার প্রতিনিধি\ কানাডার অন্টারিও প্রভিন্সিয়ালে টানা দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের ডলি বেগম। তিনিই প্রথম কোনোও বাংলাদেশি-কানাডিয়ান, যিনি টানা দুইবার এমপি হলেন।
ডলি বেগমের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনায় । ডলির বাবা রাজা মিয়া ও মা জবা বেগম। মৌলভীবাজার সদর উপজেলার বাজরাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শেষে মনুমুখ পিটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন তিনি। তবে ষষ্ঠ শ্রেণিতে থাকাকালেই,প্রায় ২৩ বছর আগে পরিবারের সাথে পাড়ি জমান কানাডায়। সেখানে ২০১২ সালে টরেন্টো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন থেকে উন্নয়ন,প্রশাসন ও পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর করেন ডলি। পড়াশোনা শেষে প্রায় ১০ মাস সিটি অব টরেন্টোতে কাজ করেন ডলি বেগম। এ ছাড়া রিসার্চ অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন দ্য সোসাইটি অব এনার্জি প্রফেশনালসে।
২০১৮ সালের ৮ জুন কানাডার অন্টারিও প্রদেশের প্রাদেশিক নির্বাচনে স্কারবরো সাউথ ওয়েস্ট আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন ডলি বেগম। এবার দ্বিতীয়বার নির্বাচিত হলেন তিনি। এবারের নির্বাচনে ১৫ হাজার৯৫৪ভোট পান ডলি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রগ্রেভি কনজারভেটিভ পার্টির ব্রেট স্নিডার ৯ হাজার ৪৩৬ ভোট পেয়েছেন।
জয় নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন ডলি বেগম। তিনি বলেন,অনেক চড়াই-উতরাই পেরিয়ে, সবার সহযোগিতায় এ অবস্থানে আসতে পেরেছি। রাজনীতি করতে মা সবসময় উৎসাহ যুগিয়েছেন। স্থানীয় সবার সহযোগিতা পেয়েছি। 

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন