ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ||
গাইবান্ধার পলাশবাড়ীর জসিম উদ্দিন(২৫) নামের এক যুবকের বিদ্যুৎ স্পর্শে মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে,৫ জুন রোববার দুপুরে।
ঘটনাটি ঘটে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১৫ নং কাবিলপুর ইউনিয়নের জামিরবাড়ী গ্রামে ।
পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়,গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বাসিন্দা জসিম উদ্দিন(২৫) ঘটনার দিন সকাল ১১ টার তার শ্বশুর বাড়ী বেড়াতে পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার ১৫ নং কাবিলপুর ইউনিয়নের জামিরবাড়ী যায়।শ্বশুর বাড়ী গিয়ে আম পারার জন্য আমের গাছের উঠলে বিদ্যুৎ এর সংস্পর্শে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।
মৃত জসিম উদ্দিন(২৫) হলেন,পলাশবাড়ী উপজেলার ১ কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী গলদহপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন