ধামরাইয়ে ব্রিটেনফেরত ব্যারিস্টারকে গ্রামবাসীর সংবর্ধনা

gbn

জিবিনিউজ 24 ডেস্ক//

ব্রিটেন থেকে ব্যারিস্টারি সনদ লাভ করে দেশে ফেরায় ঢাকার ধামরাইয়ে ব্যারিস্টার খোরশেদ আলমকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।

শনিবার (৩ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়।

 

এর আগে, সকালের দিকে তিনি দেশে ফেরেন। পরে উপজেলার কালামপুর এলাকা থেকে মোটরসাইকেল বহরে করে তাকে বিভিন্ন এলাকায় ঘোরানো হয়। এরপর বিকেলের দিকে ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের দ্বিমুখা গ্রামে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে এলাকার কয়েকশ মানুষ অংশ নেয়।

এসময় আগতরা সকলেই ব্যারিস্টার খোরশেদ আলমকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।

সংবর্ধনায় খোরশেদ আলম বলেন, আমি ব্যারিস্টার হয়েছি এলাকাবাসীর সেবার জন্য। আমার পরিবার অতীতে যেভাবে আপনাদের পাশে ছিল। আমিও সামনে সেভাবে আপনাদের পাশে থাকবো। আমি সকলের দোয়া-সহযোগিতা চাই।

চৌহাট ইউনিয়নের চেয়ারম্যান পারভীন প্রীতি বলেন, খোরশেদ আমাদের এলাকার গর্ব। সে ব্যারিস্টারি করে এসেছে। এটা আমাদের জন্য পাওয়া। তার মতো করে আরও অনেকে ভালো কাজে উদ্বুদ্ধ হবে সেই আশা করছি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন